Showing posts with label Zayed Khan. Show all posts
Showing posts with label Zayed Khan. Show all posts

Shakib Khan went to Nepal

Saturday, April 11, 2015

রাজনীতি নামের নতুন ছবির শুটিং করতে নেপাল গেলেন শাকিব খান, সেখানে আজকে সারাদিন শুটিং করে দেশে ফিরবেন তিনি সহ পুরো ইউনিট, বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করবেন জায়েদ খান, ছবির নায়িকা এখনো চুড়ান্ত হয়নি,
তবে একটা বিশেষ সুত্রে জানা গেছে অপু বিশ্বাস অথবা ববি হকের যে কেউ একজন থাকবেন এই দুই নায়কের বিপরিতে, এক রাজনৈতিক নেতার দুই সন্তান এবং তাদের এক নারীর প্রেমে পড়ে যাওয়া এবং দ্বন্দ্ব নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে।
Continue Reading | comments (2)

Together two khan

Sunday, March 15, 2015



বলিউডের নয়, ঢালিউডের দুই খান এবার এক ছবিতে চুক্তিবদ্ধ হলেন। রাজনীতি নামে একটি ছবিতে দুই খান—শাকিব খান ও জায়েদ খানকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন বুলবুল বিশ্বাস। শাকিব খানের সঙ্গে প্রথম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জায়েদ খান। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত তিনি। জায়েদ খান বলেন, ‘ছয় বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি। ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু শাকিব খানের সঙ্গে একটি কাজও হয়নি। অপেক্ষায় ছিলাম। এবার কাজ হচ্ছে। আশা করছি, ভালো কিছু হবে। নতুন অভিজ্ঞতাও হবে।’
ছবিতে জায়েদ অভিনয় করছেন শাকিব খানের ভাইয়ের চরিত্রে।
শাকিব খানের মন্তব্য, ‘সবার সঙ্গেই কাজ করতে চাই। জায়েদ খান দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছে। ভালো করছে। সবাই মিলে ভালো কাজ করলে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে।’
পরিচালক বুলবুল বিশ্বাস জানান, এ মাসের শেষের দিক থেকে ছবির শুটিং শুরুর কথা আছে। বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ডের লোকেশনে ছবির শুটিং হবে বলে জানান তিনি।
Continue Reading | comments (1)

Together Shakib Khan and Zayed Khan

Tuesday, March 3, 2015

শাকিব খান এবং জায়েদ খান । অনেকেই আজকাল বলে বলিউডের মত ঢালিউডেও খান দের হাতে গোটা ফিল্ম     ইন্ড্রাস্টিটাই । তবে তারা তাদের ক্যারিয়ারে  দুজনে একসাথে একই ছবিতে অভিনয় করেন নি । ভাবছেন যে এটা কিসের ছবি ? শিল্পী সমিতির নির্বাচনের দিন এভাবেই ক্যামেরা বন্দি হয়েছেন তারা দুজন । ঢালিউড পারায় শাকিব খানকে সবাই সিনিয়র , জুনিয়র হিসেবে অনেকেই সম্মান করে , স্নেহ করে । আর কেনই বা তা করবে না ঢালিউড কিং যে উনি । তেমনই সেই নির্বাচনের দিন সিনিয়র , জুনিয়র অনেকেই শাকিব খানের পাশে থেকে কাজ করে গেছেন ।
Continue Reading | comments (1)

Pages

 
Support : Creating Website | Johny Template | Maskolis | Johny Portal | Johny Magazine | Johny News | Johny Demosite
Copyright © 2011. Shakib Khan - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger