Saturday, April 11, 2015
রাজনীতি নামের নতুন ছবির শুটিং করতে নেপাল গেলেন শাকিব খান, সেখানে আজকে সারাদিন শুটিং করে দেশে ফিরবেন তিনি সহ পুরো ইউনিট, বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করবেন জায়েদ খান, ছবির নায়িকা এখনো চুড়ান্ত হয়নি,
তবে একটা বিশেষ সুত্রে জানা গেছে অপু বিশ্বাস অথবা ববি হকের যে কেউ একজন থাকবেন এই দুই নায়কের বিপরিতে, এক রাজনৈতিক নেতার দুই সন্তান এবং তাদের এক নারীর প্রেমে পড়ে যাওয়া এবং দ্বন্দ্ব নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে।