
Shooting Samraat-In Bangkok
Samraat-The King Is Here
Directed By; Mohammed Mostafa Kamal Raz
Cast: Shakib Khan,Apu Biswas, Misha,
Labels:
Apu Biswas,
Shakib Khan

Shakib Khan went to Nepal
Saturday, April 11, 2015
রাজনীতি নামের নতুন ছবির শুটিং করতে নেপাল গেলেন শাকিব খান, সেখানে আজকে সারাদিন শুটিং করে দেশে ফিরবেন তিনি সহ পুরো ইউনিট, বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করবেন জায়েদ খান, ছবির নায়িকা এখনো চুড়ান্ত হয়নি,
তবে একটা বিশেষ সুত্রে জানা গেছে অপু বিশ্বাস অথবা ববি হকের যে কেউ একজন থাকবেন এই দুই নায়কের বিপরিতে, এক রাজনৈতিক নেতার দুই সন্তান এবং তাদের এক নারীর প্রেমে পড়ে যাওয়া এবং দ্বন্দ্ব নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে।
Labels:
Apu Biswas,
Bobby Houque,
Shakib Khan,
Zayed Khan

My Darling film is waiting for Shakib Khan ...........
Wednesday, April 1, 2015
এই সময়ের ব্যস্ত নায়ক শাকিব খান শুটিংয়ের কারণে এখন কক্সবাজারে আছেন। আর এ কারণেই প্রায় ৩০ ভাগ কাজ বাকি আছে ‘মাই ডার্লিং’ ছবির। চলতি বছরের প্রথম দিকেই শুরু হয় শাকিব-অপুর ‘মাই ডার্লিং’ ছবির কাজ। টানা ২০ দিন শুটিং হয় এফডিসিতে।
‘মাই ডার্লিং’ ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর চলচ্চিত্রের শুটিং সম্পর্কে বললেন, “হিন্দি ছবির বিরুদ্ধে চলচ্চিত্র ঐক্যজোটের ডাকে আন্দোলন চলছিল এ বছরের শুরুতে। এ কারণে ‘মাই ডার্লিং’ ছবির কাজে কিছুটা সমস্যা হচ্ছিল। কারণ আগে থেকেই আমার সেট তৈরি ছিল, কিন্তু শুটিং বন্ধ রেখেছিলাম। তবে হিন্দি ছবি আর চালানো হবে না তথ্যমন্ত্রীর এমন আশ্বাসের পর আবার শুটিং শুরু করেছিলাম। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কক্সবাজার যাওয়ার কথা ছিল, দেশের অবস্থার কারণে যেতে পারিনি। এসব কারণে আমাদের শুটিয়ের একটা অংশ বাকি রয়ে গেছে, তবে শাকিব কক্সবাজার থেকে ফিরে এলেই নতুন তারিখ ঠিক করে আরেক ধাপ শুটিং করতে পারলেই এই ছবির কাজ শেষ হয়ে যাবে। এখন তাঁর শিডিউল পাওয়ার অপেক্ষায় আছি। চলচ্চিত্র ঐক্যজোটের ডাকে আন্দোলনের কারণে আমাদের ছবির কিছুটা ক্ষতি হলেও এটা তো চলচ্চিত্রকে বাঁচানোর আন্দোলন ছিল। সুতরাং আমরা সব কাজ বন্ধ করে আন্দোলন করেছি।”
পরিচালক আশা প্রকাশ করে বলেন, শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে এর আগে আমি একাধিক ছবি করেছি, সব ছবিই দর্শক ভালোভাবে নিয়েছে। এ ছবিতে তাঁদের আমি অন্যভাবে উপস্থাপন করেছি। দর্শক ‘মাই ডার্লিং’ ছবিতে শাকিব-অপুকে অন্য রূপে দেখতে পাবেন।”
Labels:
Apu Biswas,
Shakib Khan

Speechless boy Shakib khan
Monday, March 23, 2015
বাংলাদেশের চলচ্চিত্রে সুপারস্টার শাকিব খান ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন সবসময়। আর এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন নির্বাক এক চরিত্রে। আগামী ঈদুল আজহায় এই ছবি মুক্তি দেওয়া হতে পারে। অবশ্য ছবির কাহিনী মাত্র লেখা হচ্ছে। চিত্রনাট্যের কাজ শেষ হলে আগামী ১৬ মে থেকে শুরু হবে শুটিং। আর ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘হিরো দ্য সুপারস্টার, নাম্বার ওয়ান শাকিব খান- এ ধরনের ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছি। আগামী কোরবানির ঈদেও আমি তেমনই একটি ভালো গল্প নিয়ে কাজ করছি। ১৬ মার্চ থেকে আমাদের শুটিং শুরু করার কথা ছিল কিন্তু আমি এখনো চিত্রনাট্য শেষ করতে পারিনি, এখনো কাজ চলছে।’
শাকিবের শিডিউল পাওয়া অনেক কঠিন। দুই মাস পর কি তাকে পাওয়া যাবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার শিডিউল তো আগে থেকেই নেওয়া, এই মুহূর্তে আমি শুটিং করতে পারছি না বলে অন্য পরিচালকের সঙ্গে শিডিউল বদল করতে হয়েছে। এ পর্যন্ত আমার বেশির ভাগ ছবির হিরো শাকিব এবং প্রায় প্রতিটি ছবি সুপারহিট। এই কারণে শাকিবও আমার শিডিউলের দিকে আলাদা নজর রাখে।’
বাংলাদেশে যত ছবি মুক্তি পায় সেসবের বেশির ভাগই শাকিব অভিনীত, তো এই ছবিতে আলাদা কোনো চমক আছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমি যেহেতু শাকিবকে নিয়ে কাজ করি তাই এই বিষয়ে খুব লক্ষ রাখি যে শাকিবকে কিভাবে উপস্থাপন করছি। এই ছবিতে দর্শকদের বড় চমক থাকবে শাকিব নিজেই। এই ছবিতে দর্শক শাকিবকে দেখবে, তার অভিনয় দেখবে, অ্যাকশন দেখবে কিন্তু বিরতি পর্যন্ত কোনো কথা শুনবে না। কারণ বিরতিতে তার পরিচয় দেওয়ার সময় সে কথা বলবে। এই ছবিতে নির্বাক অভিনয় করবে শাকিব। আমার মনে হয় শাকিব খান এই অভিনয়ের মাধ্যমে আবার নিজের অভিনয় যোগ্যতা দেখাতে সক্ষম হবে।’ পরিচালক জানালেন শাকিবের সাথে বরাবরের মতো নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস। আরো থাকছেন নায়িকা আঁচল।
চিত্রনাট্যের কাজ শেষ হলে ছবির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন।
Labels:
Achol,
Apu Biswas,
Shakib Khan

EITO PREM THIS IS LOVE
Tuesday, March 17, 2015
Written &Directed by Sohel Armand. Eitu Prem is a tale of love set during the liberation war. In this slgnificant month of our Independence, there is a perfect movie hitting the theaters. 1971 Monohorpur, war is about to break out in the region of East Pakistan. Which became the independent nation of Bangladesh following the victory in the Liberation war. The principal of Monohorpur College an idealistic leader named Lotif master takes a brave stands after the barbaric and vicious attack by Soldiers of the Pakistani military on the 25th of March 1971. The Mukil Bahini - Bengali liberation Army was formed by Bengali civilian's and students . They fought against the Pakistani Army using guerrilla warfare tactics. Latif master a true patriot who wanted independence of this country was instrumental in inspiring young college students and village. People to join the Mukti bahini and fight against the Pakistan military. In contrast Shurjo - Latif master's son took no interest in the war. He was busy with love for Madhabi - the only daughter of a Well - known pious Hindu family. Their relationship, however. Was unacceptable to their parants and society as they belonged to different religion and it went against common customs. The villagers learning brutal torture and death at the hands of the pakistani army started moving to bordering countries to seek retuge. Both Madhabi 's and Latif master 's family decide to move as well. During this critical time. Madhabi and Shurjo refused to leave and risk staying back to be together. Shurjo decide that marring Madhabi is the only way out. The marriage further complications thinks and Shutjo 's father denounces him as his son for acting irresponsibly. Shurjo leaves his father's home with his new wife Madhabi. Latif master's family decides to wait until they return. The next morning, Shurjo comes back to his father's place with Madhabi after realizing his mistake . But they were to late. Latif master, his wife Rabeya and their daughter Chadni were all brutality murdered by Pakistani soldiers gari night before. Shurjo is unable to tolerate the shock and dives headfirst into deep anger from the unbearable pain after the unexpected death of his entire. Motivated by the burning desire for revenge - and decides to join the Mukti Bahini and fight for his country. He leaves his new wife Madhabi and joins the liberation war to free the motherland. Madhabi broken down and helpless after her husband's. Sudden departure is taken into captivity by the Pakistani army.
Meanwhile, Shurjo receives training in guerilla warfare tactics from commander Altaf and together with other freedom fighters : Mushfik, Manik, Ratan, Bivash, Babu, Shumon, and others he prepares to face off against the enemy.
The narrative takes the viewers through every mix of emotion possible. The focus family on their undying legacy.
Meanwhile, Shurjo receives training in guerilla warfare tactics from commander Altaf and together with other freedom fighters : Mushfik, Manik, Ratan, Bivash, Babu, Shumon, and others he prepares to face off against the enemy.
The narrative takes the viewers through every mix of emotion possible. The focus family on their undying legacy.
Labels:
Shakib Khan

Together two khan
Sunday, March 15, 2015
বলিউডের নয়, ঢালিউডের দুই খান এবার এক ছবিতে চুক্তিবদ্ধ হলেন। রাজনীতি নামে একটি ছবিতে দুই খান—শাকিব খান ও জায়েদ খানকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন বুলবুল বিশ্বাস। শাকিব খানের সঙ্গে প্রথম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জায়েদ খান। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত তিনি। জায়েদ খান বলেন, ‘ছয় বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি। ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু শাকিব খানের সঙ্গে একটি কাজও হয়নি। অপেক্ষায় ছিলাম। এবার কাজ হচ্ছে। আশা করছি, ভালো কিছু হবে। নতুন অভিজ্ঞতাও হবে।’
ছবিতে জায়েদ অভিনয় করছেন শাকিব খানের ভাইয়ের চরিত্রে।
শাকিব খানের মন্তব্য, ‘সবার সঙ্গেই কাজ করতে চাই। জায়েদ খান দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছে। ভালো করছে। সবাই মিলে ভালো কাজ করলে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে।’
পরিচালক বুলবুল বিশ্বাস জানান, এ মাসের শেষের দিক থেকে ছবির শুটিং শুরুর কথা আছে। বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ডের লোকেশনে ছবির শুটিং হবে বলে জানান তিনি।
Labels:
Bangladeshi Actor,
Shakib Khan,
Zayed Khan
Subscribe to:
Posts (Atom)