‘সম্রাট- দ্য কিং ইজ হেয়ার’ নিয়ে মোস্তফা কামাল রাজ বলেছিলেন তিনি অনেক চমক দিবেন। অবশেষে একটি চমক দিয়েই দিলেন। বাংলা চলচ্চিত্রের এসময়ের সাম্রাজ্য যার দখলে সেই শাকিব খান থাকছেন ‘সম্রাট’ এর নাম ভূমিকায়।
“গল্পে চরিত্রটা এমনই যেখানে আসলে শাকিব খান ছাড়া বিকল্প কেউ ছিল না। তাই তাকে নেওয়া। শাকিবকে এতদিন দর্শকরা যেভাবে দেখে এসেছেন এই ছবিতে তার থেকে একটু হলেও ভিন্নভাবে দেখবেন দর্শকরা”। শাকিব খানকে নেওয়ার কারণ এইভাবেই জানালেন রাজ।
তবে ছবির অনেক চমকের একটি প্রকাশ করলেও বাকিগুলো এত তাড়াতাড়ি প্রকাশে অনিচ্ছুক রাজ। বললেন, দর্শক ভাবতে পারবে না এমন কিছু চমক এখনও আমরা ‘ঝুলি’র ভিতরে রেখে দিয়েছি।
ছবিতে শাকিবকে একজন আন্তর্জাতিক মাফিয়া সম্রাটের ভূমিকায় দেখা যাবে। যার সাম্রাজ্যে চাইলেই কেউ প্রবেশ করতে পারে না।
ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া লিমিটেড। উল্লেখ্য এটি তাদের প্রযোজিত দ্বিতীয় ছবি। তাদের প্রযোজিত প্রথম ছবি আশিকুর রহমানের ‘কিস্তিমাত’ গত বছরের অন্যতম ব্যবসাসফল ছবি। টাইগার মিডিয়ার পক্ষে ছবিটির নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, “আমরা এই বছর শুধু সম্রাট না আরও ২টি ছবি প্রযোজনা করব। যেগুলো গল্প, নির্মাণ, কারিগরি দিক সব মিলিয়ে একটি ‘কমপ্লিট বিনোদন প্যাকেজ’ হবে”।
ছবির সহ-প্রযোজক হিসেবে আছে অর্কি প্রডাকশন ও সিনেমাওয়ালা। মে থেকে ছবিটির শুটিং শুরু হবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment